Solution
Correct Answer: Option B
আমরা জানি,
১ মিলিয়ন = ১০,০০,০০০ (দশ লক্ষ)
সুতরাং, ১৫ মিলিয়ন
= ১৫ × ১ মিলিয়ন
= ১৫ × ১০,০০,০০০
= ১,৫০,০০,০০০
অতএব, ১৫ মিলিয়ন সমান ১,৫০,০০,০০০ বা ১ কোটি ৫০ লক্ষ।
শর্টকাট টেকনিক:
আন্তর্জাতিক পদ্ধতিতে 'মিলিয়ন' এর ডানপাশে ৬ টি শূন্য থাকে। তাই যেকোনো সংখ্যার সাথে 'মিলিয়ন' থাকলে সেই সংখ্যাটির ডানপাশে ৬ টি শূন্য বসিয়ে দিলেই উত্তর পাওয়া যাবে।
যেমন:
১৫ মিলিয়ন = ১৫ এর পরে ৬ টি শূন্য
= ১৫,০০,০০০ ✖ (ভুল, ৫টি শূন্য)
= ১৫,০০,০০,০০ (সঠিক, ৬টি শূন্য)