বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়-

A  অ্যানোডে  

B ক্যাথডে   

C অ্যানোডে ও ক্যাথডে   

D কোনটি নয়   

Solution

Correct Answer: Option B

- জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের বর্জন ঘটে এবং বিজারণে গ্রহণ হয়।
- যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক (Oxidant) এবং যে বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক (Reductant) বলে।
- বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় ক্যাথোড।
- জারণ বিক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions