৩ সে:মি:, ৪ সে:মি: ও ৫ সে:মি: বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নূতন একটি ঘনক তৈরি করা হল । নূতন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে ?

A    ৭.৫ সে:মি:

B    ৬.৫ সে:মি:

C    ৬ সে:মি:

D    ৭ সে:মি:

Solution

Correct Answer: Option C

 

ঘনক গলিয়ে নতুন ঘনক বানালে সবগুলো ঘনকের আয়তনের যোগফল, নতুন ঘনকের আয়তনের সমান হবে।

ঘনকের আয়তন = (দৈর্ঘ্য)৩

সুতরাং ৩৩+৪৩+৫৩= নতুন ঘনকের আয়তন

= ২১৬

অতএব, নূতন ঘনকের বাহুর দৈর্ঘ্য=৬ সেমি

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions