১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি ল্যাম্পপোস্ট ৬ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটি গতিবেগ কিলোমিটার/ঘন্টায়-

A ৯৬

B ৭২

C ৪৮

D ৩৬

Solution

Correct Answer: Option B

ল্যাম্পপোস্ট অতিক্রম করতে হলে ট্রেনটিকে শুধুমাত্র নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে।

এখানে, অতিক্রান্ত দূরত্ব = ১২০ মিটার।
সময় লাগে = ৬ সেকেন্ড।

ট্রেনটির গতিবেগ = দূরত্ব / সময়
= ১২০ / ৬ মিটার/সেকেন্ড
= ২০ মিটার/সেকেন্ড।

এখন, মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/ঘণ্টায় রূপান্তর করতে হবে:
২০ মিটার/সেকেন্ড = (২০ × ৩৬০০) / ১০০০ কিমি/ঘণ্টা
= ৭২০০০ / ১০০০ কিমি/ঘণ্টা
= ৭২ কিমি/ঘণ্টা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions