Solution
Correct Answer: Option C
- রত্নপরীক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিতর্কমূলক গ্রন্থ।
- এটি ১৮৮৬ সাল প্রকাশিত হয়।
- "কস্যচিৎ উপযুক্ত ভাইপো-সহচরস্য" ছদ্মনামে তিনি এটি রচনা করেন।
- এতে বিধবা বিবাহের বিপক্ষে সংস্কৃত কলেজের ৩ জন অধ্যাপক ভুবনমোহন বিদ্যারত্ন, প্রশান্তচন্দ্র ন্যায়রত্ন এবং মধুসূদন স্মৃতিরত্নের যুক্তি খন্ডন করেন।