এক ব্যক্তির বেতন ২০% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৬০০০ টাকা হয়েছে।বৃদ্ধি পাওয়ার পূর্বে তার বেতন কত ছিল?
Solution
Correct Answer: Option B
ধরি, বৃদ্ধি পাওয়ার পূর্বে ব্যক্তির বেতন ছিল 'ক' টাকা।
বেতন ২০% হারে বৃদ্ধি পাওয়ায়, বৃদ্ধিপ্রাপ্ত বেতন হলো = ক + (ক এর ২০%)
= ক + (ক * ২০/১০০)
= ক + (ক * ১/৫)
= ক + ক/৫
= (৫ক + ক)/৫
= ৬ক/৫ টাকা
প্রশ্নানুযায়ী, বৃদ্ধিপ্রাপ্ত বেতন ৬০০০ টাকা।
সুতরাং,
৬ক/৫ = ৬০০০
বা, ৬ক = ৬০০০ * ৫
বা, ৬ক = ৩০০০০
বা, ক = ৩০০০০/৬
বা, ক = ৫০০০
অতএব, বৃদ্ধি পাওয়ার পূর্বে তার বেতন ছিল ৫০০০ টাকা।