দুটি সংখ্যার লসাগু 24, গসাগু 4, সংখ্যা দুটির বিয়োগফল 4 হলে সংখ্যা দুটি কত?

A 10,9

B 12,8

C 13,9

D 15,5

Solution

Correct Answer: Option B

সংখ্যা  দুটির গসাগু 4 হওয়ায় ,

মনে করি সংখ্যা দুটি 4x ও 4y

x > y হলে সংখ্যা দুটির অন্তরফল= 4x-4y

প্রথম শর্তমতে,  4x-4y=4

বা, x-y=1

আবার 4xও 4y এর লসাগু= 4xy

২য় শর্তমতে,4xy=24

বা, xy=6

সুতরাং, 6=2×3

 xy সহমৌলিক এবং এদের অন্তর 1

x=3, y=2 পর্যবেক্ষন দ্বারা নির্নীত হল

অতএব, একটি সংখ্যা= 4×3=12

             অপর সংখ্যা=4×2=8                      

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions