ইউসুফ পরীক্ষায় ৭০% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর ৭০০ হলে, ইউসুফের প্রাপ্ত নম্বর কত?

A ৫০০

B ৪৯০

C ৯৪০

D ৯০৪

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
পরীক্ষায় মোট নম্বর = ৭০০
ইউসুফ নম্বর পায় = ৭০%

আমরা জানি, ৭০% মানে হলো ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর।
∴ ইউসুফের প্রাপ্ত নম্বর
= মোট নম্বরের ৭০%
= ৭০০ এর ৭০%
= ৭০০ × (৭০ / ১০০)
= ৭ × ৭০ [৭০ দিয়ে ১০০ এবং ৭০০ কে ভাগ করে]
= ৪৯০
সুতরাং, ইউসুফ মোট ৪৯০ নম্বর পেয়েছে।

শর্টকাট টেকনিক:
শতকরা বের করার সময় যদি উভয় সংখ্যার শেষে শূন্য থাকে, তবে শূন্যগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো গুণ করলেই উত্তর পাওয়া যায়।
এখানে, ৭০০ এর ৭০%
= (৭০ × ৭) / ১০০
= ৭০ × ৭ [উভয়ের শেষের শূন্য বাদ দিয়ে]
= ৪৯০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions