একটি গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার।কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
Solution
Correct Answer: Option D
পরিধিদ্বয়ের ল.সা.গু= ৬
সুতরাং, ৬ মিটার যেতে সামনের চাকা ঘুরে =৬/২=৩ বার
৬ মিটার যেতে পিছনের চাকা ঘুরে=৬/৩=২বার
অর্থাৎ, সামনের চাকা বেশী ঘুরে =(৩-২)=১ বার
১ বার বেশী ঘুরে ৬ মিটার যেতে
.: ১০ বার বেশী ঘুরে (১০x৬)=৬০ মিটার যেতে