কোনো ক্লাসে ৪০ জন ছাত্রের মধ্যে ২৪ জন পাশ করল। ঐ ক্লাসে শতকরা কতজন ছাত্র পাশ করতে পারেনি?

A ৪০%

B ৪৮%

C ৫০%

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে, ক্লাসে মোট ছাত্রসংখ্যা = ৪০ জন
এবং পাশ করা ছাত্রসংখ্যা = ২৪ জন
সুতরাং, পাশ করতে পারেনি (ফেল করেছে) এমন ছাত্রসংখ্যা = (৪০ – ২৪) জন = ১৬ জন

এখন,
৪০ জন ছাত্রের মধ্যে পাশ করতে পারেনি ১৬ জন
১ জন ছাত্রের মধ্যে পাশ করতে পারেনি $\frac{১৬}{৪০}$ জন
১০০ জন ছাত্রের মধ্যে পাশ করতে পারেনি $\frac{১৬ \times ১০০}{৪০}$ জন
= $\frac{১৬০০}{৪০}$ জন
= ৪০ জন

শর্টকাট টেকনিক:
শতকরা ফেল = $\frac{মোট ফেল}{মোট শিক্ষার্থী} \times ১০০$
= $\frac{১৬}{৪০} \times ১০০$
= $\frac{২}{৫} \times ১০০$
= $২ \times ২০$
= $৪০\%$

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions