একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পেছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?
A ১ কিঃ মিঃ
B ১.২ কিঃ মিঃ
C ১.৬ কিঃ মিঃ
D ১.৮ কিঃ মিঃ
Solution
Correct Answer: Option B
গাড়িটি x মিটার সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে
x/৩-x/৪=১00
x=১২00 m
=১.২ k.m