কবির ৩০০টি কলা কিনলো ৭৫০ টাকা দিয়ে। সে ১৩৫০ টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিল। সে ক্রয়মূল্যের উপর শতকরা কত টাকা লাভ করলো?

A ৪০%

B ৫০%

C ৬০%

D ৮০%

Solution

Correct Answer: Option D

ক্রয়মূল্য: ৭৫০ টাকা
বিক্রয়মূল্য: ১৩৫০ টাকা
মোট লাভ: বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ১৩৫০ - ৭৫০ = ৬০০ টাকা

শতকরা লাভ: (মোট লাভ / ক্রয়মূল্য) × ১০০
= (৬০০ / ৭৫০) × ১০০
= (৪ / ৫) × ১০০
= ০.৮ × ১০০
= ৮০%

সুতরাং, কবির ক্রয়মূল্যের উপর শতকরা ৮০% লাভ করলো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions