কবির ৩০০টি কলা কিনলো ৭৫০ টাকা দিয়ে। সে ১৩৫০ টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিল। সে ক্রয়মূল্যের উপর শতকরা কত টাকা লাভ করলো?
Solution
Correct Answer: Option D
ক্রয়মূল্য: ৭৫০ টাকা
বিক্রয়মূল্য: ১৩৫০ টাকা
মোট লাভ: বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ১৩৫০ - ৭৫০ = ৬০০ টাকা
শতকরা লাভ: (মোট লাভ / ক্রয়মূল্য) × ১০০
= (৬০০ / ৭৫০) × ১০০
= (৪ / ৫) × ১০০
= ০.৮ × ১০০
= ৮০%
সুতরাং, কবির ক্রয়মূল্যের উপর শতকরা ৮০% লাভ করলো।