দুইটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু কত?
Solution
Correct Answer: Option C
গসাগু ৮ হলে, প্রথম সংখ্যা = (প্রথম অনুপাত X গসাগু) =(৫X৮)=৪০ দ্বিতীয় সংখ্যা = (দ্বিতীয় অনুপাত X গসাগু)=(৬ X৮)=৪৮ সূত্র, সংখ্যার গুণফল = ল.সা.গু X গ.সা.গু .:লসাগু =সংখ্যার গুণফল /গসাগু =(৪০ X৪৮)/৮ = ২৪০