শোয়েবের স্কুলের মাসিক বেতন ২০০ টাকা। তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ ২০ টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ, মাসিক বেতনের শতকরা কত?

A ৫%

B ১০%

C ১৫%

D ২০%

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
শোয়েবের স্কুলের মাসিক বেতন = ২০০ টাকা
প্রতিদিনের টিফিন বাবদ খরচ = ২০ টাকা
আমাদের বের করতে হবে, প্রতিদিনের টিফিন খরচ মাসিক বেতনের শতকরা কত।
আমরা জানি, শতকরা = $\frac{প্রাপ্ত মান}{মোট মান} \times ১০০\%$

প্রশ্নমতে,
শতকরা হার = $\frac{২০}{২০০} \times ১০০\%$
= $\frac{২০}{২}\%$ [উভয় সংখ্যাকে ১০০ দিয়ে ভাগ করে]
= ১০\%
$\therefore$ প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের ১০%

শর্টকাট টেকনিক (পরীক্ষার হলের জন্য):
এধরনের ক্ষেত্রে সরাসরি ছোট সংখ্যাটিকে বড় সংখ্যাটি দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলেই উত্তর পাওয়া যায়।
$\frac{২০}{২০০} \times ১০০ = \frac{১}{১০} \times ১০০ = ১০\%$

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions