ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে ২০% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরো ১৫% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেলো?

A ৩৫%

B ৩৮%

C ৪২%

D ৪৫%

Solution

Correct Answer: Option B

ধরি, জানুয়ারিতে পণ্যের মূল্য ছিল= ১০০ টাকা
২০% বাড়ালে ফেব্রুয়ারিতে পণ্যটির মূল্য হবে= {১০০+১০০x(১৫/১০০)}= ১২০ টাকা
আবার, ফেব্রুয়ারিতে মূল্যের চেয়ে মার্চে পণ্যটির মূল্য আরও ১৫% বাড়ালে পণ্যটির মূল্য হবে= {১২০+১২০x(১৫/১০০)}= ১৩৮ টাকা
∴ মার্চে ঐ পণ্যের মুল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা (১৩৮- ১০০) বা ৩৮% বৃদ্ধি পাবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions