একটি স্কুলের ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?

A ৩৬০০

B ২৪০০

C ১২০০

D ৩০০০

Solution

Correct Answer: Option A

৮,১০ বা ১২ এর লসাগু =১২০

সৈন্যদেরকে বর্গাকারে সাজাতে হলে তাদের মোট সংখ্যা অবশ্যই পূর্নবর্গ হবে। কিন্তু ১২০ কে ২,৫,৩ এর গুনফল দিয়ে গুন করলে এটা একটি পূর্নবর্গ হবে যা চার অঙ্ক বিশিষ্ট।

নির্ণেয় সংখ্যাটি = ১২০×২×৫×৩

                   =৩৬০০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions