Solution
Correct Answer: Option C
shortcut method : উৎপাদক বের করতে বললে option হতে মান নিয়ে তা প্রশ্নে x এর বদলে বসালে যদি 0 হই তবে সেটিই উৎপাদক । যেমন , এখানে,(x+1) সঠিক উত্তর । তাহলে, x+1=0 বা, x=-1 সুতরাং প্রশ্নে x এর মান বসিয়ে পাই , 3(-1)3+2(-1)2-21(-1)-20 =0 সুতরাং, (x+1) উৎপাদক