এক পরীক্ষায় একজন ছাত্র ৪০০ নম্বরের মধ্যে পাশ নম্বর থেকে ২৫% নম্বর কম পেয়েছে। যদি পাশ নম্বর হয় মোট নম্বরের ৪০%, তবে ছাত্র কত নম্বর পেয়েছে?

A ৬০

B ১০০

C ১১০

D ১২০

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
মোট নম্বর  ৪০০

পাশ নম্বর বলা হয়েছে মোট নম্বরের ৪০%।
অর্থাৎ, পাশ নম্বর = ৪০০ × ৪০%
                      = ১৬০

ছাত্রটি পাশ নম্বরের থেকে ২৫% কম নম্বর পেয়েছে।
১৬০-এর ২৫% = ১৬০ × ২৫%
                    = ১৬০ × (২৫/১০০)
                    = ৪০

তাহলে ছাত্রের প্রাপ্ত নম্বর = ১৬০ – ৪০
                               = ১২০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions