কোনটি আলোর প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয় না?
Solution
Correct Answer: Option D
মৌলিক বা প্রাথমিক রঙ তিনটি (লাল, নীল ও সবুজ) । এ তিনটি রঙয়ের সংমিশ্রণে অন্য সব রং তৈরি করা যায়।
যথাঃ
- লাল+নীল=বেগুনী,
- হলুদ+সবুজ=লাইম,
- লাল+হলুদ=কমলা,
- হলুদ+নীল=লাল,
- লাল+নীল+হলুদ=কালো,
- লাল+ নীল=ম্যাজেণ্টা,
- নীল+সবুজ=নীলচে সবুজ,
- লাল+সবুজ=হলুদ,
- লাল+নীল+সবুজ=সাদা।