জেমস্ ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে?
A Ultra-violet
B Infrared
C Visible
D X-ray
Solution
Correct Answer: Option B
- জেমস ওয়েব টেলিস্কোপ একটি স্পেস টেলিস্কোপ যা ইনফ্রারেড তরঙ্গ ব্যবহার করে জ্যোতির্বিদ্যা পরিচালনা করেন।
- এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ।
- এতে ৬.৫ মিটার চওড়া সোনার প্রলেপ লাগানো প্রতিফলক আয়না আছে এবং আছে অতি সংবেদনশীল ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের যন্ত্রপাতি।
- এখানে রয়েছে নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা।
- স্পেক্টোগ্রাফ মিড-ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট।