Solution
Correct Answer: Option C
- যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য বল এ সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাদের মৌলিক বল বলে।
- প্রকৃতিতে মৌলিক বল চার প্রকার।
যথা:
১)মহাকর্ষ বল,
২)তড়িৎ চৌম্বক বল,
৩)সবল নিউক্লিয় বল ও
৪)দুর্বল নিউক্লিয় বল।