Solution
Correct Answer: Option C
- শ্বেত কণিকার গড় আয়ুষ্কাল ১-১৫ দিন।
- মানুষের শরীরে শ্বেতকণিকা এবং লোহিত কণিকার অনুপাত ১: ৭০০।
শ্বেত কণিকা দুই প্রকার হয় যথা:
১. দানাদার শ্বেত কণিকা/গ্রানুলোসাইট (নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল)।
২. অদানাদার শ্বেত কণিকা/ অ্যাগ্রানুলোসাইট (লিম্ফোসাইট, মনোসাইট)।
- শ্বেত রক্তকণিকা বহিরাগত রোগ জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষিত রাখতে সহায়তা করে।
- নিউট্রোফিল জাতীয় শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে।
- লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করা রোগ-জীবাণু ধ্বংস করে।