একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে ,কত বছরে তা মুনাফা-আসলে তিনগুন হবে?
Solution
Correct Answer: Option C
মনে করি, আসল = ১০০ টাকা
৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে, মুনাফা-আসল = ২০০ টাকা
অতএব, ৬ বছরের মুনাফা = ২০০ - ১০০ = ১০০ টাকা
আবার,
মুনাফা-আসলে তিনগুণ হলে, মুনাফা-আসল = ৩০০ টাকা
সেক্ষেত্রে মুনাফা প্রয়োজন = ৩০০ - ১০০ = ২০০ টাকা
এখন,
১০০ টাকা মুনাফা হয় ৬ বছরে
১ টাকা মুনাফা হয় ৬/১০০ বছরে
২০০ টাকা মুনাফা হয় (৬ × ২০০) / ১০০ বছরে
= ১২ বছরে
সুতরাং, ১২ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে।