একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে ,কত বছরে তা মুনাফা-আসলে তিনগুন হবে?
Solution
Correct Answer: Option C
মনে করি আসল =১০০ টাকা
৬ বছরে মুনাফা আসল =১০০× ২=২০০ টাকা
অতএব মুনাফা =(২০০ -১০০) =১০০ টাকা
অতএব শর্তমতে,১০০ =১০০×৬×(r/১০০) (I=Pnr)
বা, r=৫০/৩
অতএব সুদের হার ৫০/৩%
২য় ক্ষেত্রে, ২০০ =১০০× n × ৫০/৩ × ১/১০০
বা,৫০n =৬০০
n =৬০০/৫০=১২
অতএব ১২ বছরে মুনাফা আসলে তিনগুন হবে।