মিনার কাছে বাবু অপেক্ষা ৩ টাকা বেশি কিন্তু শেলীর চেয়ে ৫ টাকা কম আছে। মিনার কাছে x টাকা থাকলে শেলী এবং বাবুর একত্রে কত টাকা আছে?
A 2x-8
B 2x-5
C 2x-2
D 2x+2
Solution
Correct Answer: Option D
মীনার আছে x টাকা ।তাহলে বাবুর আছে (x-3) টাকা এবং শেলির আছে (x+5) টাকা
অতএব বাবু ও শেলির একত্রে আছে (x-3+x+5)টাকা =2x+2 টাকা