একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১৩ সেমি , ১টি কর্ণের দৈর্ঘ্য ২৪ সেমি হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
 

A ৮ সেমি  

B ১০ সেমি 

C ১৫ সেমি  

D ২২ সেমি  

Solution

Correct Answer: Option B



রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
সুতরাং উল্লিখিত কর্ণটির খন্ডিতাংশের দৈর্ঘ্য ২৪/২=১২ সেমি
অতএব কর্ণের খন্ডিতাংশের দৈর্ঘ্য = √{(১৩) -(১২)}=√(১৬৯ -১৪৪) =√২৫ =৫
অতএব কর্ণটির দৈর্ঘ্য ২×৫ =১০ সেমি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions