৩০ জন চাকুরি প্রত্যাশির মধ্যে ১৪ জনের কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা রয়েছে,১৮ জনের ডিগ্রি আছে এবং ৩ জনের ৪ বছরের কম অভিজ্ঞতা রয়েছে।কত জন চাকুরি প্রত্যাশীর কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা ও ডিগ্রি রয়েছে?
 

A ৫  

B ৭ 

C ৯  

D ১৩ 

Solution

Correct Answer: Option A

মোট আবেদনকারী ৩০ জন, ১৪ জনের অভিজ্ঞতা কমপক্ষে ৪ বছরের
১৮ জনের স্নাতক ডিগ্রি আছে;
৩ জনের অভিজ্ঞতা ৪ বছর থেকে কম
এখন ডিগ্রি আছে এবং কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা আছে তাদের সংখ্যা =(৩০ -৩) বা ২৭ জন
অতএব ডিগ্রি ও কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা আছে তাদের সংখ্যা ={(১৮+১৪) -২৭} =৫ জন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions