কিছু টাকা সাইফ, ডা. নাজমা এবং শাকিল নিজেদের মধ্যে ২ : ৩ : ৭ অনুপাতে ভাগ করে নিল। সাইফ ও ডা. নাজমা একত্রে শাকিলের চেয়ে ১৫০০ টাকা কম পেল। সাইফ কত টাকা পেল?

A    Tk 2000

B    Tk 1500

C    Tk 1200

D    Tk 2500

Solution

Correct Answer: Option B

 

সাইফ ,নাজমা,শাকিলের অনুপাত = ২:৩:৭    ধরা যাক, সাইফ পায় ২ক টাকা            নাজমা পায় ৩ক টাকা           শাকিল পায় ৭ক টাকা প্রশ্ন মতে, ৭ক-( ৩ক+২ক) = ১৫০০         বা, ২ক= ১৫০০ বা, ক=৭৫০ সুতরাং,সাইফ পায়= (২X৭৫০) টাকা =১৫০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions