ছত্রাক সংক্রান্ত বিদ্যার নাম কী?
A মাইকোলজি
B ফাইকোলজি
C অর্নিথোলজি
D পমোলজি
Solution
Correct Answer: Option A
- মাইকোলজি (Mycology): ছত্রাক সংক্রান্ত বিদ্যা।
- ফাইকোলজি (Phycology): শৈবাল সম্পর্কিত বিদ্যা।
- অর্নিথোলজি (Ornithology): পাখি সম্পর্কিত বিদ্যা।
- পমোলজি (Pomology): ফল এবং ফল চাষ সম্পর্কিত বিদ্যা।