একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২।যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ-

A    ১৪ লিটার

B    ৬ লিটার

C    ১০ লিটার

D    ৪ লিটার

Solution

Correct Answer: Option D

 

দুধ আছে  ৫ক ও পানি আছে ২ক  পার্থক্য = (৫ক-২ক) = ৩ক 

শর্ত মতে , 

৩ক =৬

সুতরাং ,ক = ২

তাহলে , পানি  আছে (২X২) =১০ লিটার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions