৩০ লিটার পরিমান মিশ্রনে এসিড ও পানির অনুপাত ৭:৩ । ওই মিশ্রণে কি পরিমান পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?

A    ৩০ লিটার

B    ২৫ লিটার

C    ৪০ লিটার

D    ৩৫ লিটার

Solution

Correct Answer: Option C

 

এসিডের পরিমাণ = ৭*৩০/(৭+৩) =  ৭*৩০/ ১০ = ২১ লিটার

পানির পরিমাণ = ৩*৩০/(৭+৩) =  ৩*৩০/ ১০ = ৯ লিটার

এবার, এসিডের পরিমাণ অপরিবর্তিত রেখে পানির পরিমাণ এমন ভাবে বাড়াতে হবে যেন অনুপাত হয় এসিডঃপানি = ৩ঃ৭।

সুতরাং, এসিডের ৩ ভাগের ১ ভাগ হল = ২১/৩ = ৭ লিটার

পানিকে তাহলে হতে হবে = ৭*৭ = ৪৯ লিটার।

সুতরাং, অতিরিক্ত পানি দরকার = ৪৯ - ৯ = ৪০ লিটার

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions