৪২ গ্রাম ওজনের একটি গয়নায় সোনা ও তামার অনুপাত ৪:৩। এতে আর কত সোনা মিশালে সোনা ও তামার অনুপাত ৫:৩ হবে?
A ৬ গ্রাম
B ৮ গ্রাম
C ৫ গ্রাম
D ১০ গ্রাম
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে, সোনা ও তামার অনুপাত = ৪ : ৩ ∴ অনুপাত দুটির যোগফল = (৪ + ৩) = ৭ ∴ অনুপাতে সোনার পরিমাণ = ৪২ × (৪/৭) গ্রাম = ২৪ গ্রাম ∴ অনুপাতে তামার পরিমাণ = ৪২ × (৩/৭) গ্রাম = ১৮ গ্রাম
ধরি, সোনা মিশাতে হবে = x গ্রাম
শর্তমতে, (২৪ + x)/১৮ = ৫/৩ বা, ২৪ + x = ৩০ বা, x = ৩০ - ২৪ ∴ x = ৬
∴ সোনা মিশাতে হবে = ৬ গ্রাম।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions