তিন বন্ধু একত্রে সমান আহার করল। প্রথম ও দ্বিতীয় বন্ধুর কাছে যথাক্রমে ১২ টি ও ৮ টি রুটি ছিল। তৃতীয় ব্যাক্তি রুটির পরিবর্তে ৩ টাকা দিল। প্রথম ও দ্বিতীয় বন্ধু রুটি বাবদ পাবে-

 

A ১.৫০ এবং ২.৫০ টাকা

B ২.০০ এবং ১.০০ টাকা

C ০.৬০ এবং ২.৬০ টাকা

D ২.৭০ এবং ০.৩০ টাকা

Solution

Correct Answer: Option D

মোট রুটি=১২+৮=২০ টি।

একেকজন পাবে ২০/৩ টি করে।

ধরি,
৩য় বন্ধুটি, ১ম বন্ধু থেকে ৬টি এবং ২য় বন্ধু থেকে (২/৩) টি রুটি নেয়, যার বিনিময়ে তাদেরকে ৩ টাকা দেয়।
কারণ, ২০/৩ = (১৮+২)/৩ = ৬ + ২/৩ 

এখন এই ৩ টাকা ৬:(২/৩) অনুপাতে ভাগ হবে।

অতএব ১ম বন্ধু পাবে= ৩ x {৬/(২০/৩)} টাকা
                          = ৩ x (১৮/২০) টাকা 
                          = ৩ x (৯/১০) টাকা
                          = ২.৭ টাকা 

সুতরাং ২য় বন্ধু পাবে = (৩-২.৭) টাকা 
                          = .৩ টাকা 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions