Solution
Correct Answer: Option B
সূর্য থেকে UVC বিকিরণ পৃথিবীর পৃষ্ঠে পৌঁছায় না কারণ এটি বায়ুমণ্ডলে ওজোন স্তর দ্বারা অবরুদ্ধ। সুতরাং, মানুষের UVC বিকিরণের সংস্পর্শে আসার একমাত্র উপায় হল একটি বাতি বা লেজারের মতো কৃত্রিম উৎস থেকে। UVC বিকিরণ ত্বকের মারাত্মক পোড়া এবং চোখের আঘাত (ফটোকেরাটাইটিস) হতে পারে।