মেহের ও আজিজের মাসিক বেতনের অনুপাত ৭:৫ এবং তাদের মাসিক বেতনের সমষ্টি ১২০০০ টাকা। তাদের বার্ষিক বর্ধিত বেতন যথাক্রমে ২০০ টাকা ও ১৫০ টাকা হলে এক বছর পর তাদের বেতনের অনুপাত কত?      

A    ১২০:১০৩

B    ১৪৪:১০৩

C    ১৪৪:১০৪

D    ১৪৪:১০৫      

Solution

Correct Answer: Option B

 

মেহের ও আজিজ এর বেতন যথাক্রমে ৭ক ও ৫ক অনুপাতের যোগফল =১২ ক শর্ত মতে , ১২ক = ১২০০০ বা , ক = ১০০০

তাহলে , মেহেরের বেতন =৭০০০ টাকা

আজিজের বেতম =৫০০০ টাকা ২০০ ও ১৫০০ টাকা বারালে অনুপাত = ৭২০০ঃ৫১৫০ =১৪৪ঃ১০৩  

     

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions