দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩:১ অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল হবে-

A    ১৫

B    ১৮

C    ১২

D    ১০

Solution

Correct Answer: Option C

 

সংখ্যা দ্বয়ের অনুপাত = ৩:১ 

ধরি, একটি সংখ্যা = ৩x       অপর সংখ্যা = x প্রশ্নমতে , ৩x+x= ৮             বা, ৪x=৮ বা, x=২

একটি সংখ্যা = (৩ X ২) = ৬ অপর সংখ্যা = (১ X ২ )=২ সংখ্যা দ্বয়ের গুণফল= ১২

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions