একটি বাক্সের টুপির মধ্যে দুই-পঞ্চমাংশ লাল, এক চতুর্থাংশ নীল এবং বাকীগুলো সবুজ। সবুজ ও নীল টুপির অনুপাত কত?

A    5:8

B    5:7

C    7:8

D    7:5

Solution

Correct Answer: Option D

 

বাক্সে লাল টুপি = ২/৫ বাক্সে নীল টুপি =১/৪ বাক্সে মোট লাল-নীল টুপি= (২/৫+১/৪)= ১৩/২০ বাক্সে সবুজ টুপি = (১- ১৩/২০) =৭/২০ যেহেতু সম্পূর্ণ টুপি =১ সুতরাং , সবুজ টুপিঃনীল টুপি = (৭/২০)ঃ  (১/৪)                                           =৭:৫  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions