একটি ত্রিভুজের তিনটি কোনের অনুপাত ৩:৪:৫ হলে, কোন তিনটিকে ডিগ্রীতে প্রকাশ করুন-

A    ৩০°,৪০°,৫০°

B    ৪২°,৫৬°,৭০°

C    ৪৫°,৬০°,৭৫°

D    ৪৮°,৬৪°,৮০°

Solution

Correct Answer: Option C

 

তিন কোণের অনুপাত = ৩:৪:৫ তিন  কোণের সমষ্টি =১৮০০  তিন কোণের অনুপাতের সমষ্টি= ১২ প্রথম কোণ = (প্রথম অনুপাত / তিন কোণের অনুপাতের সমষ্টি) x তিন  কোণের সমষ্টি                = (৩/১২) x ১৮০০=৪৫০  অনুরূপ ভাবে , ২য় কোণ =৬০০ ৩য় কোণ =৭৫০  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions