একটি ত্রিভুজের পরিসীমা ৪৫ সেমি এবং বাহুগুলোর অনুপাত ৩:৫:৭ হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হবে?

A ৬ সেমি

B ৯ সেমি

C ১২ সেমি

D ১৫ সেমি

Solution

Correct Answer: Option B

ত্রিভুজের বাহু গুলোর অনুপাত = ৩:৫:৭
প্রথম বাহু ৩ক, ২য় বাহু ৫ক, ৩য় বাহু ৭ক,
প্রশ্ন মতে,
৩ক+৫ক+৭ক= ৪৫       
বা,১৫ক=৪৫
বা,ক =৩
১ম বা ক্ষুদ্রতম বাহু = (৩ x৩ ) =৯ সে মি  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions