১১,৯,৭ এবং ৪ বছর বয়সের চারজন ছাত্র কিছু টাকা তাদের নিজেদের মধ্য বয়সের অনুপাতে ভাগ করে নিল। যদি কনিষ্ঠজন ১২০০ টাকা পায় তবে সর্বমোট টাকার পরিমান কত?      

A    ৯৬০০

B    ৯৩০০

C    ৯০০০

D    ৮৬০০      

Solution

Correct Answer: Option B

 

চারজন ছাত্র যথাক্রমে পায় ১১ক ,৯ক,৭ক,৪ক টাকা

অনুপাতের যোগফল =(১১ক+৯ক+৭ক+৪ক)= ৩১ ক

শর্ত মতে , ৪ক=১২০০

            বা , ক = ৩০০

তাহলে , মোট পায় = (৩১ X ৩০০) টাকা = ৯৩০০ টাকা

     

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions