'জলে-ডাঙ্গায়' সৈয়দ মুজতবা আলীর কী ধরনের রচনা?
Solution
Correct Answer: Option B
সৈয়দ মুজতবা আলী একজন বিংশ শতকী বাঙালি সাহিত্যিক। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা। তিনি তাঁর ভ্রমণকাহিনির জন্য বিশেষভাবে জনপ্রিয়। তাঁর রচিত ভ্রমণকাহিনী- দেশে বিদেশে (১৯৪৯), জলে ডাঙ্গায় (১৯৬০)।