সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর 'অনল প্রবাহ' কত সালে প্রকাশিত হয়?
Solution
Correct Answer: Option B
ইসমাইল হোসেন সিরাজী একজন লেখক ও কৃষক নেতা। তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন, এ কারণেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন ।
তাঁর উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ
অনল প্রবাহ (১৯০০),
আকাঙ্ক্ষা (১৯০৬),
উচ্ছ্বাস (১৯০৭),
সঙ্গীত সঞ্জীবনী (১৯১৬),
প্রেমাঞ্জলি (১৯১৬),
উদ্বোধন (১৯০৭),
নব উদ্দীপনা (১৯০৭),
স্পেন বিজয় কাব্য (১৯১৪)।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস
ফিরোজা বেগম (১৯১৮),
নূরুদ্দীন (১৯১৯),
রায়নন্দিনী (১৯১৫),
তারাবাঈ (১৯১৬),