কোনো কোম্পানির পরিচালনা পরিষদে নারীর চেয়ে ৮ জন পুরুষ বেশি আছে। মোট ২০ জন সদস্য থাকলে, কত জন পুরুষ আছেন?

A

B ১৪

C ১০

D

Solution

Correct Answer: Option B

ধরি, পরিচালনা পরিষদে নারীর সংখ্যা = ক জন
তাহলে, পুরুষদের সংখ্যা = (ক + ৮) জন

মোট সদস্য সংখ্যা ২০ জন। সুতরাং, নারী ও পুরুষের মোট সংখ্যা হবে ২০।
ক + (ক + ৮) = ২০
⇒ ২ক + ৮ = ২০
⇒ ২ক = ২০ - ৮
⇒ ২ক = ১২
⇒ ক = ১২/২
​⇒ ক = ৬

সুতরাং, পরিচালনা পরিষদে নারীর সংখ্যা ৬ জন।

পুরুষের সংখ্যা = নারীর সংখ্যা + ৮
পুরুষের সংখ্যা = ৬ + ৮
পুরুষের সংখ্যা = ১৪ জন।

অতএব, পরিচালনা পরিষদে পুরুষের সংখ্যা ১৪ জন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions