Solution
Correct Answer: Option A
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
- যেমন: এলোমেলো, অঙ্ক-টঙ্ক, আম- টাম, কেক-টেক, ঘর-টর, গরু-টরু, ছাগল-টাগল, ঝাল- টাল, আগড়ম-বাগড়ম, চাকর-বাকর, ঝিলমিল, শেষ-মেষ, অল্পস্বল্প, গুটিশুটি, মোটাসোটা, নরম-সরম, বুঝে-সুঝে।