Solution
Correct Answer: Option B
- 'বেনের মেয়ে' উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী।
- এটি প্রকাশিত হয় ১৯১৯ খ্রিষ্টাব্দে।
- এর চরিত্রগুলি প্রায় সবই কাল্পনিক কিন্তু এর পরিবেশ ঐতিহাসিক।
- দশম-একাদশ শতাব্দীর বাংলাদেশ, বৌদ্ধধর্মের অবসান ও হিন্দুধর্মের পুনরুত্থানের কালে সপ্তগ্রামের এর বৌদ্ধ পরিবারকে নিয়ে কাহিনিটি রচিত হয়েছে।
- 'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা পল্লিকবি জসীমউদ্দীন।
- 'আগুনের মেয়ে' নামক উপন্যাসটির রচয়িতা আল মাহমুদ।
- 'একটি কালো মেয়ের কথা' নামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস রয়েছে।