যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করুন?

A {45,315}

B {45,63}

C {35,105}

D {75,525}

Solution

Correct Answer: Option C

(346-31) = 315 এর 31 অপেক্ষা বড় গুণনীয়ক = 35,45,63,105 ,315

(556-31)=525 এর 31 অপেক্ষা বড় গুণনীয়ক = 35,75,105,175,525

উভয় ক্ষেত্রে অবশিষ্ট থাকে =
{35,45,63,105 ,315} ∩ {35,75,105,175,525}
= {35,105}

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions