কোনো  ভগ্নাংশের লবের সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বাদ দিলে ভগ্নাংশটির মান ১ হয়। ভগ্নাংশটি-

A    4/5

B    13/15

C    3/10

D    3/5

Solution

Correct Answer: Option D

 

মনে করি, ভগ্নাংশটি x/y, y≠0

১ম শর্তানুসারে, x + 7/y = 2;

                 x – 2y = -7…………….(1)

২য় শর্তানুসারে, x/y-2 = 1;  x - y = - 2……………(2)

সমীকরন (1) ও (2) হতে পাই

-y = - 5 (বিয়োগ করে)

∴  y = 5

y  এর মান (2) নং সমীকরনে বসিয়ে পাই

x - y = - 2

x– 5 = -2

∴ x = 5 – 2 = 3

∴ নির্নেয় ভগ্নাংশটি 3/5

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions