কোনো সমান্তর ধারার p তম পদ q  তম পদ p হলে, (p+q) তম পদ কত?

A Pq

B p+q

C Pq(p+q)

Solution

Correct Answer: Option D

ধরি ,ধারাটির ১ম পদ =a
         সাধারণ অন্তর =d
অতএব, p তম পদ =a+(p-1)d
q তম পদ  =a+(q-1)d
প্রশ্নমতে ,a+(p-1)d=q.............(i)
              a+(q-1)d= p...........(ii)

(i) হতে (ii) বিয়োগ করে পাই ,
a+(p-1)d-a-(q-1)d=q-p
বা,(p-1)d-(q-1)d=q-p
বা,(p-1-q+1)d=q-p
(p-q)d=-(p-q)
d=-(p-q)/p-q
অতএব,d=-1
d এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই ,
      a+(p-1)(-1)=q
বা,a-(p-1)=q
বা,a=q+p-1
অতএব ,a=p+q-1
অতএব ,(p+q) তম পদ =a+(p+q-1)d
=p+q-1+(p+q-1)(-1)
=p+q-1-(p+q-1)
=p+q-1-p-q+1=0

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions