Which is the next logical number in this sequence of numbers: 5, 7, 10, 14, 19?/৫, ৭, ১০, ১৪, ১৯ ধারার যৌক্তিক পরবর্তী সংখ্যা কত?
Solution
Correct Answer: Option B
প্রদত্ত ধারাটি হলো: ৫, ৭, ১০, ১৪, ১৯...
এখানে পদগুলোর মধ্যবর্তী পার্থক্য লক্ষ্য করি:
২য় পদ - ১ম পদ = ৭ - ৫ = ২
৩য় পদ - ২য় পদ = ১০ - ৭ = ৩
৪র্থ পদ - ৩য় পদ = ১৪ - ১০ = ৪
৫ম পদ - ৪র্থ পদ = ১৯ - ১৪ = ৫
আমরা দেখতে পাচ্ছি, প্রতিবার পার্থক্য ক্রমান্বয়ে ১ করে বৃদ্ধি পাচ্ছে (২, ৩, ৪, ৫...)।
সুতরাং, পরবর্তী পদের জন্য পার্থক্য হবে (৫ + ১) = ৬।
অতএব, ধারার পরবর্তী সংখ্যাটি হবে = ১৯ + ৬ = ২৫।
শর্টকাট টেকনিক (পরীক্ষার হলের জন্য):
ধারাটি লক্ষ্য করুন:
৫ (+২) = ৭
৭ (+৩) = ১০
১০ (+৪) = ১৪
১৪ (+৫) = ১৯
প্যাটার্ন অনুযায়ী পরবর্তী বৃদ্ধি হবে +৬।
সুতরাং, ১৯ + ৬ = ২৫।