সৈয়দ ওয়ালীউল্লাহ 'লালসালু' উপন্যাসে মূলত কী বিষয়কে আলোচনার কেন্দ্রে এনেছেন?

A গ্রামীণ জীবনের অর্থনৈতিক সংকট

B ধর্মীয় ভণ্ডামি ও সংস্কারজাল 

C কৃষক বিদ্রোহের ইতিহাস 

D মুক্তিযুদ্ধের প্রস্তুতি

Solution

Correct Answer: Option B

- সৈয়দ ওয়ালীউল্লাহ তাঁর প্রথম এবং কালজয়ী উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)-তে গ্রামীণ সমাজের এক বিশেষ দিক, অর্থাৎ ধর্মের নামে মানুষকে প্রতারণা এবং শোষণের বাস্তবতা অত্যন্ত গভীর জীবনবোধ ও মানবিক দৃষ্টিতে চিত্রিত করেছেন।
- 'লালসালু'র কেন্দ্রীয় চরিত্র মজিদ — সে একটি বেওয়ারিশ কবরের ওপর লাল কাপড় ঢাকা দিয়ে ‘পীরের মাজার’ বানিয়ে নেয়। এরপর সেই মাজারকে ঘিরে সে ধর্মীয় ভয়, সংস্কার আর কুসংস্কারের মাধ্যমে সহজ-সরল গ্রামীণ মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করে।

তার উপন্যাসগুলো হলো :
- লালসালু
- চাঁদের অমাবস্যা
- কাঁদো নদী কাঁদো

তার নাটকগুলো হলো :
- বহিপীর
- তরঙ্গভঙ্গ
- উজানে মৃত্যু
- সুড়ঙ্গ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions