পর পর ১০ টি সংখ্যার প্রথম  ৫ টির যোগফল ৫৬০ হলে,শেষ ৫ টির যোগফল কত?

A    ৫৪০

B    ৫৬

C    ৫৮৫

D    ৫৭০

Solution

Correct Answer: Option C

 

পরপর যে কোন ৫টি সংখ্যার গড় হবে ৩ নাম্বার সংখ্যাটি।

৫৬০/৫ = ১১২, তৃতীয় সংখ্যা হবে ১১২।

পরের পাঁচটি সংখ্যার গড় হবে ৮ম সংখ্যাটি, যা হবে ১১২+৫=১১৭।

এদের যোগফল হবে, ১১৭* ৫= ৫৮৫

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions